ফরিদগঞ্জ থানা পুলিশ উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ এলাকা থেকে শনিবার (২২ অক্টেবর) সন্ধ্যায় মাদকসহ দু’যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হরেন জুয়েল(১৮) ও রাজু (১৯)। পুলিশ তাদের কাছ থেকে আধা কেজি গাঁজা ও ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর রোববার দুপুরে তাদের চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করেছে।
ফরিদগঞ্জ থানার এস আই আলমগীর জানান, আটক মাদক ব্যবসায়ী জুয়েলের বাড়ি চাঁদপুর সদরে এবং রাজুর বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও গ্রামে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী।
: আপডেট, বাংলাদেশ সময় ৪:৩০ পিএম, ২৪ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur