চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বাকার মোল্লা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আখতার’র অবসর জনিত বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
সংবর্ধিত অথিতি হিসেবে অত্র বিদালয়ের দায়িত্বপালন কালের বিভিন্ন স্মৃতি তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধান শিক্ষক আবু বাকার মোল্লা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আখতার।
বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. ইয়াছিন হোসেন’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, বড়গাঁও উচ্চ বিদালয়ের সভাপতি প্রকৌশলী মাহমুদুল আমিন খাঁন, সুবিদপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রমুখ।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur