ফরিদগঞ্জে দুই যুবলীগ নেতা গ্রেফতার

ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশে অভিযান চালিয়ে উপজেলার কালির বাজার এলাকা থেকে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি এসএম তুহিন রায়হান (৪৮) এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা মো. সুমন খান (৪০)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত এসএম তুহিন রায়হান ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দুর্গাপুর এলাকার ছৈয়াল বাড়ির বাসিন্দা এবং তিনি মৃত আমির হোসেনের ছেলে। অপরদিকে মো. সুমন খান গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ধানুয়া এলাকার বাসিন্দা ও মৃত রুহুল আমিনের ছেলে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) তাদের বিরুদ্ধে ফরিদগঞ্জ বিএনপির পার্টি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের বিস্ফোরক আইনের বিভিন্ন ধারার মামলা আসামি করে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে চলমান কার্যক্রমের আওতায় তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৮ ডিসেম্বর ২০২৫