চাঁদপুর ফরিদগঞ্জে পল্লীতে এক দিন মুজুরের বসতঘরে অগ্নিকান্ডে খাদ্য, বাসস্থানসহ মালামাল পুড়ে চাই হয়ে যায়। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ৯নং ওয়ার্ডের চালিয়াপাড়া গ্রামে ঘটে।
জানা যায়, চালিয়াপাড়া কাজী বাড়ীর মৃত হোসেন কাজীর ছেলে দিনমুজুর জসিম কাজী (২৮) বাবার দেওয়া বসতঘরে বুধবার গভীর রাতে আগুনের সৃত্রপাত দেখা দেয়।
ঘরের লোকজনের ডাক চিৎকারে আসপাশের বাড়ীর লোকজন এসে আগুন নিয়ন্ত্র আনার চেষ্টা করে। এর আগেই ঘরের চার পাশের বেড়া, ভিতরে থাকা খাদ্য, কৃষি মালামালসহ বিভিন্ন আসবাসপত্র পুড়ে চাই হয়ে যায়। প্রাথমিক ভাবে ধারনা করা যায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর শুনে উক্ত ওয়ার্ডের ইউপি মেম্বার নাসিরউদ্দিন পাটওয়ারীসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্তনা দেন।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত দিনমুজুর জসিম কাজী বলেন, ‘বাবার দেওয়া বসতঘরে বউ বাচ্চা নিয়ে কোন রকম জীবনযাপন করি। আমার কোন সম্পদ নেই। ঘরসহ ভিতরের সকল মালামাল পুড়ে গেছে। এখন আমি বউ বাচ্চ নিয়ে কোথায় আশ্রয় নিব। আমি বিভিন্ন সমাজসেবকসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।’
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
১৫ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur