ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে দানব ট্রাক্টর বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

চাঁদপুরের ফরিদগঞ্জে বালিথুবা পশ্চিম ইউনিয়নে নিষিদ্ধ দানব ট্রাক্টর বন্ধের দাবিতে মানববন্ধন করেছে উত্তর সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা।

সোমবার সকালে বিদ্যালয়ের সম্মুখে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের সামনে দিয়ে একটি টাক্টর যাওয়ার সময় শিক্ষার্থীরা নিষিদ্ধ টাক্টরটির গতিরোধ করলে ট্রাক্টর চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়।

এসময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, বিদ্যালয়টি সড়কের পাশে অবস্থিত হওয়ায় শিক্ষার্থীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। আইন কানুন না মেনে যেভাবে এই দানব টাক্টর চলাচল করছে,যেকোন সময় ছাত্র-ছাত্রীরা দুর্ঘটনার শিকার হতে পারে। এই অবৈধ ট্রাক্টর বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

তিনি আরো বলেন,সাবেক চাঁদপুরের পুলিশ সুপার শাছুননাহার ট্রাক্টর বন্ধের পদক্ষেপ নিলেও বর্তমানে ট্রাক্টরের বিরুদ্ধে কোন ধরনের অভিযান না থাকায় লাগামহীন ভাবে বেপোরোয়া গতিতে চলাচল করছে এই দানব যন্ত্র।এসময় কোমল মতি শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দানব এই ট্রাক্টর বন্ধের জন্য যোর দাবি জানান।

শিমুল হাছান,৩ মার্চ ২০২০

Share