দানব ট্রাক্টরের ধাক্কায় ফরিদগঞ্জ পৌরসভার কার্যসহকারী শরীফ হোসেন গুরতর আহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রূপসা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফরিদগঞ্জ পৌরসভায় চাকরি করেন রূপসা এলাকার কবির রূপসা মসজিদ বাড়ির শরীফ হোসেন। তিনি বাড়ি থেকে ফরিদগঞ্জে যাওয়ার পথিমধ্যে রূপসা বাজারে বিপরিত দিক থেকে আসা নিষিদ্ধ ট্রাক্টর চাপা দেয়। এসময় তিনি ট্রাক্টরের নিচে পড়ে যায়। ট্রাক্টর তাকে প্রায় ২০/৩০ হাত টেনে নিয়ে যায়। এতে মারাত্মক ভাবে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ নিষিদ্ধ ট্রাক্টর উদ্ধার করে থানায় নিয়ে আসেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম।
প্রতিবেদক: শিমুল হাছান, ২২ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur