ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে দন্ত চিকিৎসকের কারাদণ্ড : ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে মঙ্গলবার (২৮ মার্চ) ভুয়া দন্ত চিকিৎসকের কারাদ- ও একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত।

ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মমেনা। বাজার তদারকী অভিযানে বাহার ডেন্টাল কেয়ারের স্বত্ত্বাধিকারী মো. বাহার উদ্দিন ভূঁইয়াকে বিনাশ্রম ৭ দিনের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট জানায় তার চিকিৎসা সংশ্লিষ্ট প্রশিক্ষণ ও কোনো সনদপত্র না থাকায় তাকে এ দণ্ড দেয়া হয়।

এছাড়া ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া মধ্যে বাজারে খাদ্যে ভেজালের দায়ে ইসলামীয়া হোটেল এন্ড সুইটসের মালিক শাহাজালালকে ১৫ হাজার টাকা, একই বাজারে আজিজিয়া হোটেলকে একই ধারায় ৭ হাজার টাকা এবং মাইকিং করে নকল ঔষধ বিক্রি করার দায়ে ৪৪ ধারায় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশিষ রায়, জেলা ক্যাব মোঃ বিপ্লব সরকার, সংগীয় ফোর্সসহ ফরিদগঞ্জ থানার এসআই ফারুক ও ভোক্তা অধিকার অফিস সহকারী ইউসুফ মিয়া।

করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ০৯: ১০ পিএম, ২৮ মার্চ ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share