Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে থ্রি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
roman vi- 01.12,19

ফরিদগঞ্জে থ্রি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জের নিবৃত আলোর শিখা সংগঠন কর্তৃক আয়োজিত মাদক বিরোধী থ্রি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর (শনিবার) রাতে উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে, এ সমস্যা থেকে উত্তরনের উপায় হলো খেলাধূলা ও সুস্থ্য বিনোদন।
আজকের যুবকরা খেলাধূলা নিয়ে ব্যস্ত থাকলে অবশ্যই মাদক থেকে দূরে থাকতে পারবে।

সংগঠনের উপদেষ্টা মোশারফ কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, ইউনিয়ন আ’লীগের সভাপতি ইলিয়াছ বেগ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, সাবেক ছাত্রলীগ নেতা এড. মাহাবুব আলম, বুলবুল আহাম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন মিঠু, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, ফারুক পাটওয়ারী, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এস. এম সোহেল রানা, ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মহসিন আলম মহন, ইউনিয়ন যুবলীগ নেতা আসলাম হোসেন নবী, মিজানুর রহমান বাবলু, উপজেলা ছাত্রলীগ নেতা নাঈম পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন রবিনসহ নিবৃত আলোর শিখা সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : শিমুল হাছান, ১ ডিসেম্বর ২০১৯