ফরিদগঞ্জে থানা মার্কেট উদ্বোধন করলেন পুলিশ সুপার

ফরিদগঞ্জে থানার নব-নির্মিত মার্কেটের উদ্বোধন করা হয়েছে। ২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম (বার) ফরিদগঞ্জ থানায় এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

পরে থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে চৌকশ পুলিশ দল তাকে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদান করেন।

পরে পুলিশ সুপার থানার নব-নির্মিত মার্কেটের উদ্বোধন করেন। এ সময় তিনি থানা পরিদর্শন এবং থানার অফিসার ও ফোর্সের সাথে কুশলাদি বিনিময় ও থানার সার্বিক কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল সোহেল মাহমুদ, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল প্রমুখ।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৮ জুলাই ২০২২
 

Share