ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে তোফায়েল আহাম্মেদ ভূঁইয়ার প্রার্থীতা ঘোষণা

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে মো. তোফায়েল আহাম্মেদ ভূঁইয়া প্রার্থীতা ঘোষণা করেছেন। রোববার (২৭ জানুয়ারি) দুপুরে রুপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় শেষে উপজেলা চেয়ারম্যান পদে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন।

এসময় তিনি বলেন,‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদ প্রার্থী। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবো, আশাকরি দল আমার অতীত কর্মকান্ডের মূল্যায়ন করে মনোনয়ন প্রদান করবে।’

উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবো জনগণের কল্যাণে কাজ করার জন্যে। বিশেষ করে ফরিদগঞ্জের অবহেলিত জনগণ যেনো তাদের কাঙ্গিত উন্নয়ন থেকে বঞ্চিত না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্যে আমি প্রাণপন চেষ্টা করবো।’

তিনি আরো বলেন, ‘স্কুল-কলেজ, রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসা, গভীর নলকূপ স্থাপন-সহ সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানে উপজেলা পরিষদ থেকে প্রাপ্ত বরাদ্ধ সুষম বন্টন করবো। অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে উপজেলা পরিষদকে দুর্নীতি মুক্ত রাখবো। উপজেলা পরিষদ সকলের জন্য উন্মক্ত থাকবে, যেখানে জনগনের সমস্যা সমাধানের জন্য একটি হেল্পডেক্স থাকবে। অথ্যাৎ স্বল্প সময়ের মধ্যে জনগনের সমস্যা সমাধানের চেষ্টা করবো। ফরিদগঞ্জবাসীর কাছে আমি দোয়া ও সহযোগীতা চাই।’

এদিকে সাবেক এই ছাত্রনেতা আঁটঘাট বেধে নির্বাচনী প্রচার শুরু করেছেন। ইতোমধ্যে সমগ্র উপজেলাতে তার সাঁটানো বিলবোর্ড ব্যানারে চেয়ে গেছে। প্রতিদিন তিনি গণসংযোগ করছেন। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।

প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
২৭ জানুয়ারি,২০১৯

Share