ফরিদগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাসক কামরুল হাসানের নির্দেশে ও উপজেলা নির্বাচনের অফিসার তাসলিমুন নেছার সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা পরিবেশে খাবার তৈরি, তারিখ ও মূল্য না দেয়ার কারনে ঢাকা ফুড বেকারীকে ১৫ হাজার টাকা, তৃপ্তি হোটেলকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ রাখার দায়ে মেডিসিন কর্নার ফার্মেসীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়।

ভোক্তাধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ খাবার প্রক্রিয়া করন, তারিখ ও এমআরপি না থাকা এবং মেয়াদোত্তীর্ণ মাছের ঔষধ বিক্রির দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৬ সেপ্টম্বর ২০২২

Share