ফরিদগগঞ্জে দুই মাস ব্যাপি তারুণ্য উৎসব ২০২৫ উযাপনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও সুলাতানা রাজিয়ার সভাপতিত্বে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, তরুনদের উদ্ভাবনী শক্তির মাধ্যমেই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে তারুণ্যের উৎসব। আজকের তরুণরাই আগামী ভবিষ্যত কর্ণধার। তাই সরকার চায় তাদের মেধা ও মননের মাধ্যমে এবং জুলাই বিপ্লবকে সামনে রেখে এদেশ নিয়ে নতুন ভাবে ভাবা। নতুন করে স্বপ্ন দেখা, যাতে আগামী বাংলাদেশ এই বিশ^কে নেতৃত্ব দিতে পারে। সেই লক্ষ্যে সরকার এই ১ জানুয়ারি থেকে তারুণ্যের উৎসবের আয়োজন করেছে। এই আয়োজনে সরকারি নিদের্শনা মোতাবকে নানা আয়োজন থাককে। প্রতিটি আয়োজনেই তরুণদের নিয়ে।
সভায় আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল্ল্যাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবকে সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সাকিল হাসান, গণমাধ্যম কর্মী শামীম হাসানসহ পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্র প্রতিনিধিরা।
প্রতিবেদক: শিমুল হাছান, ৬ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur