Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন 

ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন 

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব উৎসব উদযাপন উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার পহেলা জানুয়ারি তারুণ্যের উৎসবে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বেলুন উড়িয়ে ও র‍্যালিরং করে আনুষ্ঠানিক ভাবে তারুণ্যের উৎসব শুরু করেন।

র‍্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও সুলতানা রাজিয়া বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ.আর.এম জাহিদ হাসান, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবা উদ্দিন, প্রানী সম্পদ কর্মকর্তা সুমেন ভৌমিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা, একাডেমিক সুপারভাইজার আব্দুল আল মামুনসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উৎসবমুখর পরিবেশে র‍্যালীতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং যুব সমাজের প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য: তারুণ্যের উৎসব উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ১ জানুয়ারি ২০২৪