নারীর ক্ষমতায়ন ও পিছিয়ে পড়া নারীদের ভাগ্য পরিবর্তনে কাজে করে যাওয়া তথ্য আপা কেন্দ্রের পিআইসি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন, পিআইসি কমিটির সদস্য সচিব লিমা মাহজাবিন, উপজেলা আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন, সদস্য ও প্রধান শিক্ষক হাসিনা আক্তার ডলি, সুধীজন সদস্য ও সংবাদকর্মী নুরুন্নবী নোমান, তথ্য আপা কেন্দ্রের সহকারী কর্মকর্তা ইশরাত জাহান ও মিনা সদস্য পপি রানী দাস প্রমূখ।
সদস্য সচিব তথ্য আপা প্রকল্পের অধিনে গত তিন বছরে ফরিদগঞ্জ উপজেলায় ২৫শ’ নারীদের নানা সেবা দিয়ে তাদের প্রতিষ্ঠিত করেছে তথ্য আপা কেন্দ্র এমন তথ্য সভায় উপস্থাপন করেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৮ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur