ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ডেঙ্গু সচেতনতায় পৌর মেয়রের র‌্যালি

চাঁদপুর ফরিদগঞ্জে ডেঙ্গু সচেতনতায় মঙ্গলবার(৬ আগস্ট) বিকালে পৌরসভার মেয়র মাহফুজুল হকের উদ্যোগে আয়োজিত র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মমতা আফরিন।

র‌্যালিটি পৌরসভা থেকে বের হয়ে ফরিদগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে ডেঙ্গু মশা নিধক ঔষধ ছিটানোর মধ্যে দিয়ে র‌্যালিটির সমাপ্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর আব্দুল মান্নান পরান, জাকির হোসেন গাজী, মোহাম্মদ হোসেন, সচিব খোরশেদ আলম, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এস. এম ইকবাল, সাংগঠনিক সম্পাদক মো. শিমুল হাছানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণ।

উল্লেখ্য, র‌্যালিতে শ্লোগান ছিল, জমা পানি যেখানে, ডেঙ্গু-বাহন মশার জন্ম সেখানে। তাই বাড়ির আশে-পাশে পানি জমতে দিবো না। এছাড়া সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরের রোগ নির্ণয় ও চিকিৎসা বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতালে স্বল্পখরচে রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দেয়া হচ্ছে উল্লেখ করে সর্বসাধারণের জ্ঞাতার্থে তথ্য দেয়া হয়।

স্টাফ করেসপন্ডেট
৬ আগসট ২০১৯

Share