ফরিদগঞ্জে ডা. হারুন অর রশিদ সাগরের উঠান বৈঠকে

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে বাংলাদেশ আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. হারুন অর রশিদ সাগর বলেছেন, আগামী নির্বাচনে যেকোন মূল্যেই সকলে মিলে নৌকার বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নত সমৃদ্ধ ফরিদগঞ্জ গড়বো। সারাদেশ উন্নয়নের মহাসড়কে কিন্তু সেই তুলনায় আমাদের ফরিদগঞ্জ উপজেলা অনেকটাই পিছিয়ে রয়েছে, শেখ হাসিনা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট নেতৃত্ব তৈরি করছেন। আমাদের ফরিদগঞ্জ উপজেলায় দলীয় নেতৃবৃন্দের অনৈক্য পরিলক্ষিত হচ্ছে, এই সমস্যার জন্য যে কোন নির্বাচনে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত সময়ে আা’লীগকে ঐক্যবদ্ধ করতে হবে। কারন ঐক্যবদ্ধ আ’লীগ অনেক শক্তিশালী। আগামী নির্বাচনে আমি আবারো মনোনয়ন প্রত্যাশী, নেত্রী যদি আমাকে যোগ্য মনে করেন তা হলে আপনাদেরকে নিয়েই নির্বাচন করবো। আর যদি অন্য কাউকে মনোনয়ন দেয় আমি তাকে জয়ী করতে মনেপ্রাণে কাজ করবো, নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য।

তিনি আরো বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আজকে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে, সকল সূচকে এগিয়েছে উন্নয়ন লক্ষ্যমাত্রা। মানুষের গড় আয়ু, মাথাপিছু আয়, জীবনযাত্রার মান, দারিদ্র্য দূরীকরণ, মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার কমেছে। দেশের বড় ও দৃশ্যমান উন্নয়ন শেখ হাসিনার বদৌলতে হয়েছে। একটি পদ্মা সেতু দক্ষিনাঞ্চলের মানুষের জীবনচিত্র বদলে গেছে। মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, উড়াল সড়ক, রুপপুর বিদ্যুৎ কেন্দ্র, মাতার বাড়ী বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর, মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর, দেশের বেশিরভাগ রাস্তা ৪ লেন থেকে ৬ লেন করা সহ দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। তিনি বলেন, বিএনপির আমলে সারাদেশে ৫’শ ৬০ স্থানে সিরিজ বোমা হামলা হয়, আর আ’লীগ সরকারের আমলে ৫’শ ৬০টি মডেল মসজিদ নির্মিত হয়।
২৫ জুলাই মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ভাটির গাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হকের সভাপতিত্বে, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাছান সউদের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবির) চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, উপজেলা আ’লীগ নেতা আনোয়ার হোসেন, পৌর ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আ. রহিম পাটওয়ারী, উপজেলা যুবলীগের সদস্য পাবেল পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা আহসান হাবীব মামুন, আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সাহেদ শিমুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সহ-সভাপতি মো. আব্বাছ উদ্দিন, সহ- দপ্তর সম্পাক বিল্লাল হোসেন গাজী, পৌর ৮ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান নান্নু গাজী, চাঁদপুর পৌর যুবলীগের সদস্য জাহিদুল হক মিলন, ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আরিফুর রহমান মজুমদার, চাঁদপুর সরকারি কলেজে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা আব্দুর রউফ রুবাইয়েত, ৬ নং গুপ্টি ইউনিয়ন যুবলীগের নেতা ফয়সাল আহমেদ, ৮ নং পাইকপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিঠু পাটওয়ারী, ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুজ্জামান রনি, সেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়েজ আহমেদ রাব্বি পাটওয়ারী, ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি কাউসার আহমেদ, ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আদনান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক পিয়াস চন্দ্র দাস ছাড়াও পৌর আ’লীগও সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৫ জুলাই ২০২৩

Share