ফরিদগঞ্জে ডা: পরেশ চন্দ্র পালের ভবনে আগুন

ফরিদগঞ্জ বাজারের ডাঃ পরেশ চন্দ্র পালের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ বাজারে অবস্থিত ডাঃ পরেশ চন্দ্র পালের ভবনের তৃতীয় তলায় বাজার ব্যবসায়ী সোহাগ পাটোয়ারীর ভাড়াকৃত বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা বিল্লাল হোসেন ১২ জন ফায়ার সার্ভিসের কর্মী নিয়ে ঘটনাস্থলে এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে বিল্লাল হোসেন বলেন, রুমে থাকা ওয়াশিং মেশিনে বিদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডের বিষয়ে ডাঃ পরেশ চন্দ্র পাল বলেন, ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমি উনাদের ধন্যবাদ জানাই। 

ফরিদগঞ্জ বাজারের সুনামধন্য সাইন্ড ব্যবসায়ী সোহাগ পাটোয়ারী জানান, সকালে আমি এবং আমার স্ত্রী একসঙ্গে রুমে তালা লাগিয়ে বের হয়েছি। দুপুরে স্থানীয় লোকজন ফোন করে জানিয়েছেন আমার রুমে আগুন লেগেছে। আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি ফায়ার সার্ভিসের লোকজন রুমের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। রুমে থাকা ওয়াশিং মেশিন ছাড়া আর কোন কিছুতেই আগুন লাগেনি। 

প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ জানুয়ারি ২০২৫

Share