গণঅভ্যুথানে সরকারে পতনের চলমান অস্থিরতার মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে রাাতের বেলা ডাকাত আতঙ্কে ভুগছে উপজেলাবাসী। ডাকাতি প্রতিরোধে বিভিন্ন এলাকায় লোকজন নিজ নিজ উদ্যোগে পাহারার ব্যবস্থা করেছে।
জানা গেছে, শুক্রবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ থেকে মাইকিং করে ডাকাত বিষয়ে সর্তক করা হয়। এরপর থেকে প্রতিটি এলাকায় স্থানীয় লোকজন নিজেদের সম্পদ রক্ষায় পাহারা দেয়া শুরু করে।
স্থানীয়রা জানায়, পুলিশ না থাকার সুযোগে ডাকাতি বেড়ে যাওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। ঢাকাসহ বিভিন্ন স্থানে ডাকাত আতঙ্কের পর শুক্রবার রাতে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নেই মসজিদ থেকে ডাকাত সন্দেহে মাইকিং করা হয়।
প্রতিবেদক: শিমুল হাছান, ১০ আগস্ট ২০২৪