চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী এবং সিআইপির অভ্যন্তরস্থ বোরোপিট খালের একাংশ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তবৃন্দ।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ এবং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ডাকাতিয়া নদী ও বিভিন্ন খালের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও স্থানীয়দের সাথে আলোচনা করেছেন করেন তিনি।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৪ ডিসেম্বর বুধবার ডাকাতিয়া নদী ও সিআইপির অভ্যন্তরের সকল বোরোপিট খালসমূহ খননসহ ৫ দফা দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে ‘ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটি’। সেখানে সাম্প্রতিক সময়ে ফরিদগঞ্জে জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে ডাকাতিয়া নদীর উপর বাঁধ নির্মাণসহ খাল খনন না করা, ফসলি মৌসুমে পানি সরবরাহ বিঘ্ন হওয়াসহ সুনির্দিষ্ট সমস্যা উল্লেখ করা হয়। এরই প্রেক্ষিতে ফরিদগঞ্জের ডাকাতিয়া নদী এবং খাল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াকে স্থানীয় জেলে, কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটির আহবায়ক আলমগীর হোসেন দুলাল, পৌর ভূমি কর্মকর্তা ফরিদুল ইসলাম পাটওয়ারী, পুলিশের উপ-পরিদর্শক খোকন দাসসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।
প্রতিবেদক: শিমুল হাছান,৭ ডিসেম্বর ২০২৪