Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / শিশু নিহতের ঘটনায় ফরিদগঞ্জে ট্রাক্টর চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন
শিশু নিহতের ঘটনায় ট্রাক্টর চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন

শিশু নিহতের ঘটনায় ফরিদগঞ্জে ট্রাক্টর চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন

ফরিদগঞ্জে সড়কে নিষিদ্ধ ট্রাক্টর সর্ম্পন্নরুপে চলাচল বন্ধ ও ট্রাক্ট্ররের চাপায় খুরুমখালীতে শিশু নিহতের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (৪ মে) বিকেলে গাজীপুর বাজারে মানববন্ধন করেছে এলাকার যুব সমাজ।

এতে নের্তৃত্বদেন আকরাম. জসিম বেপারী, সোহাগ, ফাহাদ, আল আমিন, কামরুল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘পুলিশ সুপার শামসুন্নাহার সড়কে চলাচলকারী নিষিদ্ধ ট্রাক্টর বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। কিন্তু পুলিশের সাথে আতাত করে ট্রাক্টর মালিকরা সড়কে ট্রাক্টর চালিয়ে জনগনের প্রাণহানির সাথে কোটি টাকায় নির্মিত সড়ক নষ্ট করে দিচ্ছে। তাই অনতি বিলম্বে সড়কে ট্রাক্টর বন্ধে জোর দাবী জানান তারা।’

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল উপজেলার খুরুমখালী গ্রামে ট্রাক্টরের চাপায় ৪ বছরের শিশু আব্দুর রহিম নিহত হয়।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ, ফরিদগঞ্জ
আপডেট, বাংলাদেশ সময় ০২ : ৪৬ এএম, ৫ মে ২০১৭, শুক্রবার
এইউ

Leave a Reply