চাঁদপুরের ফরিদগঞ্জে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরৌজের সভাপতিত্বে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মমতা আফরিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া, ফরিদগঞ্জ পৌর মেয়র মাহফুজুল হক, ফরিদগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব প্রমুখ।
কর্মশালায় ১০ জন করে ৮টি গ্রুপ নিয়ে দিনব্যপী স্থানীয় পর্যায়ে টেশসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) সকলকে অবহিত করা হয়। পওে প্রতিটি গ্রুপ হতে ৩৯টি সূচকের মধ্যে ১৭টি সূচক নিয়ে আলোকপাত করা হয়।
এ সময় ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রতিবেদক- শিমুল হাছান
২০ জুন ২০১৯