সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে চাঁদপুর জেলা টাস্কফোর্সের অভিযানে ভ্রাম্যমাণ আদালত ৪ নভেম্বর বুধবার সাড়ে ৩টায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌরসভার চাঁদপুর-লক্ষ্ণীপুর আঞ্চলিক মহাসড়কের টিএন্ডটি এলাকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পরিচালিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেনের নেতৃত্বে আদালত পরিচালনা করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।
এসময় সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অপরাধে ১১টি মামলার বিপরীতে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অনেক মোটরযান চালককে সতর্ক করা ও বিআরটিএ’র নতুন আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
জেলা টাস্কফোর্সের অভিযানের উপস্থিত ছিলেন বিআরটিএ’র সহকারি মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন, সওজ বিভাগের প্রতিনিধি, ট্রাফিক পুলিশসহ বিআরটিএ’র কর্মকর্তাবৃন্দ।
প্রতিবেদক:আনোয়ারুল হক,৪ নভেম্বর ২০২০