চাঁদপুরের ফরিদগঞ্জে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন ও বেড় জাল বিতরণ করা হয়েছে। বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ৮০ জন জেলের মাঝে সেলাই মেশিন ও ২০টি বেড় জলা বিতরণ করা হয়। ২০টি বেড় জালের সুবিধা ভোগ করবে ২’শ জন জেলে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রঙ্গনে সেলাই মেশিন ও বেড় জাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া এমপি।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, রীনা নাসরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আহাদ লাজু, ইউপি চেয়ারম্যান, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুবিধা ভোগী জেলেরা।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ০৫:০৩ পিএম, ১২ অক্টোবর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ