ফরিদগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ

“মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” চাঁদপুরে জেলা পরিষদের অর্থায়নে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৩ জুন বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ ডাক বাংলায় অবস্থিত জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপনের অফিসে উপজেলার বিভিন্ন ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে উক্ত ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

ক্রীড়া সামগ্রী বিতরণের সময় জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” বর্তমানে যুবকদের খেলার মান উন্নয়নের জন্য বিভিন্ন স্কুল, কলেজে ক্রীড়া সামগ্রী বিতরণ করছে। যাতে শিক্ষার্থীরা খেলা বাদ দিয়ে মাদকের দিকে যেতে না পারে। সেই জন্য বর্তমান সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন।

ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ, এ আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়, কেরোয়া হোসনেয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়সহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে উক্ত ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সবুজ, কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, আ’লীগ নেতা এমরান হোসেন আমিন মিজি, পৌর যুবলীগের সদস্য সচিব এস এম সোহেল রানা, যুবলীগ নেতা শাহিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারন সাহাদাত হোসেন শান্ত প্রমূখ।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৩ জুন ২০২২

Share