ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে জেএসসি পরীক্ষায় ফেল করা ছাত্রীর মৃত্যু

ফরিদগঞ্জের পাইকপাড়া ইউ.জি উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষায় ফেল করা আরো এক শিক্ষার্থী সোমবার (১ জানুয়ারি) সকালে মৃত্যুবরণ করে। নিহত শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১৫) পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রামের পাটওয়ারী বাড়ির হারুনুর রশিদের মেয়ে। তবে সংশ্লিষ্টদের সাথে কথা বলে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।

নিহতের বড় বোন তন্বী বলেন,‘সুমাইয়া আক্তার পাইকপাড়া ইউ.জি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ৩০ ডিসেম্বর প্রকাশিত জেএসসির ফলাফলে সে ইংরেজি বিষয়ে ফেল করে। এরপর থেকে সে মানুসিকভাবে ভেঙ্গে পড়তে দেখা যায়। সোমবার সকাল ৮টার দিকে সুমাইয়া আমাদের সাথে নাস্তা খেয়েছিলো। কিন্তু ৯টার সময় তাকে খাটের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।’

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো. জাহাঙ্গীর আলম শিপন এ প্রতিনিধিকে বলেন, ‘কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত শেষে বলা যাবে।’
ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.শাহ আলম সাংবাদিকদের বলেন,‘সুমাইয়া আক্তার গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রসঙ্গত, শনিবার (৩০ডিসেম্বর) জেএসসির ফলাফল ঘোষণার পরপরই একই স্কুলের ফেরদৌসী আক্তার (১৫) নামে আরো এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহনন করে। ফেল করেছে এমন ভুল তথ্যের ভিত্তিতে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে।

পরে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জানায়,ফেরদৌসী আক্তার নামে ওই শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। এ দিকে জেএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশাগ্রস্থ দু’শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রতিবেদক : আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ৪:১০ পিএম, ১ জানুয়ারি ২০১৮ সোমবার
এজি

Share