“জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে সারাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জে নানান প্রচারণা শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি।” জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা “এই দাবিকে সামনে রেখে এবং ফ্যাসিবাদী ব্যাবস্থার বিলোপসহ ৭ দফা দাবি উল্লেখ করেন তারা।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ফরিদগঞ্জের বাসস্ট্যান্ড ও বাজারের বিভিন্ন দোকানদার, শ্রমিকদের মাঝে তারা এই লিফলেট বিতরণ করেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি, অভ্যুত্থানে আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত, ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার, ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর নেতৃত্ব পরিস্কারভাবে উল্লেখ, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিস্কার করা, নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে।
এছাড়াও জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না; বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ্ত করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ্ত করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে সবশেষে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্ত এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিকে শক্তিশালী করতে হবে। লিফলিটে উল্লিখিত এসব বিষয় সাধারণ মানুষের মাঝে সুশৃঙ্খল ভাবে তুলে ধরেন এসব ছাত্ররা।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ডা. ইউসুফ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান তানিম, নাঈমুল ইসলাম, সালাউদ্দিন সালমান, চাঁদপুর জেলা ছাত্র প্রতিনিধি মুঈদ ও সহ স্থানীয় ছাত্র নেতারা।
প্রতিবেদক: শিমুল হাছান, ১১ জানুয়ারি ২০২৪