Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে জীবনের নিরাপত্তা ও আত্মসম্মান রক্ষায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
জীবনের

ফরিদগঞ্জে জীবনের নিরাপত্তা ও আত্মসম্মান রক্ষায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

চাঁদপুরে ফরিদগঞ্জে নিজের জীবনের নিরাপত্তা এবং আত্মসম্মান রক্ষায় বিপদগামী ছেলেকে ত্যাজ্য করলেন ছিদ্দিকুর রহমান নামে এক অসহায় বাবা। ১৫ ডিসেম্বর চাঁদপুর নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামার মাধ্যমে এফিডেভিট করে ছেলেকে ত্যাজ্য করেন তিনি। ছিদ্দিকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার সিংহেরগাঁও হামচাপুর গ্রামের বাসিন্দা। ঘোষিত ত্যাজ্যপুত্র মোঃ মহসিন আলম তার ঔরসজাত জৈষ্ঠ সন্তান। পরিবারের অবাধ্য হয়ে নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়া এবং পিতাকে হত্যার হুমকি দেওয়ায় ছেলে মহসিন আলমকে ত্যাজ্য করেন ‌‌তিনি।

এ বিষয়ে ছিদ্দিকুর রহমান এফিডেভিটে উল্লেখ করেন, আমার জেষ্ঠ্য পুত্র মোঃ মহসিন আলম আমার ও আমার বংশের অত্যন্ত আদরের সন্তান হওয়ায় তার চাহিবা মাত্র প্রয়োজনীয় সকল চাহিদা পূরণ করতাম। তাকে আমার হার্ডওয়্যার এন্ড স্যানেটারি ব্যবসায় দায়িত্বভার দিয়েছি। অথচ সে আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে অগোচরে আমার ব্যবসা প্রতিষ্ঠানের চল্লিশ লক্ষ টাকা অবৈধভাবে আত্মসাত করে ফেলে।

শুধু তাই নয়, ইদানীং জানতে পারি যে, আমার ছেলে মহসিন আলম বিভিন্ন লোকের কাছ থেকেও বহু টাকা আত্মসাত করেছে। তার জন্য আমি আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশির কাছে প্রায়ই অপমান অপদস্থ হচ্ছি এবং লজ্জায় রাস্তায় পথে ঘাটে চলাফেরা পারছি না। এছাড়াও আগে কয়েকবার সে আমাকে এবং আমার পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছে। নিজের জীবনে নিরাপত্তা এবং আত্মসম্মান রক্ষায় বাধ্য হয়ে আমি সবার সামনে আমার ছেলে মহসিনকে ত্যাজ্য পুত্র হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করি। আমার সমূদয় স্থাবর-অস্থাবর সম্পত্তির আইনগত ও ওয়ারিশগত অধিকার এবং পিতা পুত্রের সম্পর্ক থেকে তাকে তাজ্য ঘোষণা করিলাম। এখন থেকে মহসিন আলমের কোন অপকর্ম কিংবা দেনা পাওনার কোন দায়িত্বভার আমি বা আমার পরিবারের কোন সদস্য গ্রহণ করবে না।

প্রতিবেদক:আশিক বিন রহিম, ১৭ ডিসেম্বর ২০২৪