চাঁদপুর-৪ ফরিদঘঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী কাতারস্থ আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর সিআইপি জালাল আহমেদ তার প্রতিক ট্রাক নিয়ে শো-ডাউন করেছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এর কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতিক গ্রহণ করেন। পরে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে বিশাল শো-ডাউন করে।
এসময় তিনি বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নিবার্চনে আমি গণমানুষের ভোট প্রার্থনা করছি। গত বিশ বছর ধরে মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। তাদের পাশে থাকার চেষ্টা করেছি। তার সুখ ও দু:খ ভাগ করে নেয়ার চেষ্টা করেছি। আশা করছি জনগণ তাদের ভালবাসার উপহার হিসেবে ট্রাক প্রতিকে মূল্যবাণ ভোটটি দিবেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা সাহাবুদ্দিন সাবু, আব্দুল গাফ্ফার সজিব, পাবেল পাটওয়ারী, আকরাম হোসেন রবিন, রাষের খান টিটু, ইসমাইল হোসেন, রুবেল মিজি প্রমুখ।
প্রতিবেদক:শিমুল হাছান,১৮ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur