“মৌলিক প্রয়োজন পূরণে মানুষের পাশে দাঁড়ানো আমাদের মৌলিক দায়িত্ব। এটা আমাদের আন্দোলনের অন্যতম একটি মৌলিক কাজ। জামায়াতের জন্মলগ্ন থেকেই আমরা এটা করে আসছি। এটা নিছক কোন রাজনৈতিক কাজ নয়। আমাদেরকে প্রকৃত মুসলিম হতে হলে আল্লাহর হক্ব এবং বান্দার হক্ব উভয়ই আদায় করতে হবে। আমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে আর আমি যদি পেট পুরে খাই, তাহলে এই লেবাস-পোশাক দিয়ে আমরা খাঁটি মুসলিম হতে পারবোনা।”
ফরিদগঞ্জ একটি ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম মাছুম। বুধবার সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের চৌমুখা গ্রামে এ হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
ঘটনার বিবরণে জানা গেছে, চৌমুখা গ্রামের আমির হোসেন পাটওয়ারী সৌদীতে কর্মরত অবস্থায় ইন্তেকাল করেন। সেখানেই তার দাফন সম্পন্ন হয়।
তিনি জামায়াতের একজন কর্মী ছিলেন। তার মৃত্যুর পর স্ত্রী এবং তিন সন্তানের জীবনে ঘোরতর দূর্যোগ নেমে আসে। বিষয়টি জানতে জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এগিয়ে আসেন। একটি আধাপাকা ঘর নির্মাণ করে দেন।
বুধবার(৬ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম মাছুম।
এ সময় তিনি মরহুম আমির আলী পাটওয়ারীর তিন সন্তানকে আদর করেন এবং তাদের খোঁজ খবর নেন। জেলা জামায়াতের আমীর বিল্লাল হোসেন মিয়াজীসহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত আমির আবুল হোসাইন, সাবেক আমীর মোঃ ইউনুছ হেলাল, সৌদী আরবের মক্কা প্রদেশের সভাপতি মোয়াজ্জেম হোসেন, আল কাসিম প্রদেশের সভাপতি ময়েজ উদ্দিন মুরান আল, ফরিদগঞ্জ পৌরসভা সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আমীর হোসেন পাটওয়ারীর এতিম সন্তানদের পড়াশোনাসহ বিভিন্ন বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: শিমুল হাছান, ৬ নভেম্বর ২০২৪