ফরিদগঞ্জে বীমা দিবস পালিত

“বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ১ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বীমা দিবসে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, উপজেলা আ’লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি.এস তসলিম, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড ফরিদগঞ্জ শাখার ইনচার্জ মো. মাসুদ আলম পাটওয়ারী, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড ফরিদগঞ্জ শাখার ইনচার্জ কেএম হুমায়ুন কবির, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড ফরিদগঞ্জ শাখার ইনচার্জ নারায়ন রবিদাস, হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড ফরিদগঞ্জ শাখার ইনচার্জ মো. ফরহাদ হোসেন, ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড ফরিদগঞ্জ শাখার ইনচার্জ মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন।

আলোচনা সভা শেষে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড ফরিদগঞ্জ শাখার পক্ষ থেকে গ্রাহকদের মাঝে মেয়াদোত্তীর্ণ চেক বিতরন করা হয়।

প্রতিবেদক: শিমুল হাছান, ১ মার্চ ২০২২

Share