ফরিদগঞ্জে জাতীয় পার্টির নুতন কমিটি অনুমোদন

জাতীয় পার্টি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদিত হয়েছে।

৬ জুন সোমবার দুপুরে চাঁদপুর জেলা জার্তীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, সহসাধারণ সম্পাদক মামুন হোসেন রণি,মাহফুজ শেখ এবং আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নুতন কমিটি অনুমোদন দেন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বানিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সাজ্জাদ রশিদ সুমন, জেলা জাতীয় পাটির যুগ্মআহ্বায়ক আব্দুল লতিফ শেখ, কেন্দ্রীয় সদস্য ইঞ্জি. শওকত আখন্দ আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসমাজের সভাপতি মামুনুর রশিদ, চাঁদপুর সদর উপজেলার সভাপতি জাকির হোসেন হিরু, সম্পাদক মনির হোসেন খান, শহর জাতীয় পাটির আহ্বায়ক শাহআলম মিজি, সদস্য সচিব ফেরদৌস খান, যুব সংহতির জেলা আহ্বায়ক গোলাম নবী লিটন, সদস্য সচিব হান্নান ঢালী প্রমুখ।

প্রতিবেদক: শিমুল হাছান, ৬ জুন ২০২২

Share