Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জে জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও সভা
সমবায়

ফরিদগঞ্জে জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও সভা

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস।

শনিবার (০২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে উপজেলা চত্বরে বর্নাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা।

এসম প্রধান অতিথি বক্তব্যে বলেন, দারিদ্র্য বিমোচনের প্রধান উপায় হচ্ছে- অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সমবায়। কৃষি, মৎস্য, দুগ্ধ, পরিবহন, গৃহায়ণ, শিল্প, বিমা এবং বাজারজাতকরণসহ অর্থনীতির সবক্ষেত্রে সমবায় কার্যক্রম পদ্ধতির গুরুত্ব অপরিসীম। ১৯০৪ সালে বৃটিশ সরকার সমবায় চালু করে। এখন প্রায় ২শ’টি দেশে সমবায় চালু আছে। কারণ সমবায় দারিদ্র্য বিমোচন এবং আত্মসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এসময় তিনি সবাইকে ভবিষ্যতে নিরাপদ ও বৈষম্যহীন জীবনযাপনের জন্য সমবায়ে যুক্ত হওয়ার আহ্বান জানান।

উপজেলা সমবায় বিভাগের সহকারী পরিদর্শক মোহাম্মদ শাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য মো. তসলিম, তিন বারের জাতীয় সমবায় স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির ব্যাবস্থাপক মো. শাহাদাত হোসেন, মধ্য কেরোয়া মৎসজীবি সমবায় সমিতির সভাপতি রোকছার হোসেন পাটওয়ারী।

এছাড়া ও সমবায় সমিতি ও মাল্টিপারপাস কো-অপারেটিভ এর বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর নবেম্বর মাসের ১ম শনিবার দিবসটি সারাদেশ ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়। জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য দিনটি পালন করা হয়।

প্রতিবেদক: শিমুল হাছান, ২ নভেম্বর ২০২৪