Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
দুর্যোগ

ফরিদগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়’ এই স্লোগানে চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।

৯ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মামুন ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা, ফায়ার সার্ভিসের লিডার মো. সালাউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান প্রমূখ।

এ সময় ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক বিশেষ মহড়া প্রদর্শন করেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ৯ মার্চ ২০২৩