Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে লাখ টাকা জরিমানা, দুটি ট্রাক্টর জব্দ
জরিমানা

ফরিদগঞ্জে লাখ টাকা জরিমানা, দুটি ট্রাক্টর জব্দ

চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমি ও জমির উপরিভাগের উর্বর টপসয়েল রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা আদায় ও দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় ট্রাক্টর মালিক আরিফ হোসেন মোল্লাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আর কখনো কৃষিজমি থেকে মাটি কাটবেন না—এ মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

আরও পড়ুন>>>  ফরিদগঞ্জে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, দুটি ট্রাক্টর জব্দ

অভিযানকালে ব্যবহৃত দুটি অবৈধ ট্রাক্টর জব্দ করে স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মো. শফিকুর রহমানের জিম্মায় রাখা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, “কৃষিজমি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। সেই নির্দেশনার আলোকে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন>>>    প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উধাও শত শত বিঘা ফসলি জমি

তিনি আরও বলেন, “কোথাও কৃষিজমি থেকে মাটি কাটার ঘটনা ঘটলে নির্বিঘ্নে ও নির্ভয়ে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করছি।”

ভ্রমণ আদালতে থানা পুলিশের এএসআই অরুপ রায়সহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগের দিন বুধবার বিকেলে উপজেলার চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের হর্নি দুর্গাপুর এলাকায় মৃধা বাড়ির পাশের একটি কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং দুটি ট্রাক্টর জব্দ করা হয়।

প্রতিবেদক: শিমুল হাছান,
৮ জানুয়ারি ২০২৬