ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা (মীরার বাড়ি) এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, লুটপাট ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোঃ নুরুল আলম (৪৫) ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে মোঃ নুরুল আলমের বসতবাড়ির সামনে এসে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মৃত- আবুল খায়েরের ছেলে আল আমিন(১৭), মো. তারেক(১৮), দেলু বেপারীর ছেলে নাঈম(১৭), খোকন বেপারীর ছেলে মো. শাওন ও সোলায়মান খানের ছেলে সিয়াম খান(১৮)সহ কয়েকজন মিলে প্রথমে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। এরপর দেশীয় অস্ত্রসহ সশস্ত্র অবস্থায় ঘরের ভেতরে অনধিকার প্রবেশ করে। অভিযুক্তরা নুরুল আলমের ওয়ারড্রোব ও আলমারি ভেঙে জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র, ১ লাখ টাকা নগদ অর্থ এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এসময় হামলাকারীরা বসতঘরের জানালার কাঁচ ভেঙে ফেলে এবং পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে ভয়ভীতি দেখায়।

অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা হুমকি দিয়ে বলে ঘটনার ব্যাপারে অভিযোগ করলে প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মোসাঃ সাফিয়া বেগম, মো. নবী আলম ও সালমা আক্তারের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে বাদী থানায় অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৮ এপ্রিল ২০২৫