ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ছাদ থেকে পড়ে পিএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চাঁদপুর ফরিদগঞ্জ বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়খাদিয়া গ্রামের পিএসসি পরীক্ষার্থীর মো.রিহাব উদ্দীন (১১) নামে এক মেধাবী ছাত্রেরর করুণ মৃত্যু হয়েছে।

রিহাব বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়খাদিয়া গ্রামের তপদার বাড়ির বিজিবির কর্মকর্তা দুলাল তপদারের ছেলে ও খাঁড়খাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর পিইএসসি পরীক্ষা দিচ্ছিলো।

গত শুক্রবার বিকালে তার বাড়ির ছাদে কবুতরকে খাবার দিচ্ছিল। অসাবধানতাবশত সে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে ঢাকা প্রেরন করে। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রিহাবের মৃত্যু হয়।

প্রতিবেদক: মো.শিমুল হাছান,২৪ নভেম্বর ২০১৯

Share