ফরিদগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ ও দোয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে জুলাই সম্মিলিত ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা ইনকিলাব মঞ্চের নেতা আবু সালেহ ওবায়দুল্লাহ, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি আতিক হোসেন, মাহবুব রাব্বানী, জিহাদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ও সাবেক ভিপি প্রার্থী জামাল উদ্দিন মো. খালেদ, মুফতি আনোয়ার হোসেন এবং পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন।

বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত রাজনৈতিক অপরাধ। এই হত্যার মাধ্যমে ভিন্নমত দমন ও গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে। অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম নিহত শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৯ ডিসেম্বর ২০২৫