চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি শিমুল মিজিকে ১২ জানুয়ারী বুধবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। এর আগে মঙ্গলবার প্রযুক্তি ব্যবহার করে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ধর্ষক শিমুলকে আটক করা হয়।
ধর্ষক শিমুল মিজি দীর্ঘদিন উপজেলার পূর্বাঞ্চলের পাইকপাড়া উত্তর, গুপ্টি পূর্ব ও গুপ্টি পশ্চিম ইউনিয়নে মাদক বিক্রি ও সেবন, ছিনতাই, ইভটিজিং এবং কিশোর গ্যাং পরিচালনা করে আসছে বলে স্থানীয়রা অভিযোগ তুলছেন।
আরও পড়ুন… ফরিদগঞ্জে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় নারীসহ আটক ৩
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারী স্থানীয় এক শিক্ষার্থী স্কুল থেকে বাড়ী ফেরার পথে জোরপূর্বক ৩ জন মিলে তুলে নিয়ে লিপি বেগমের ঘরে ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী ছাড়া পেয়ে বাড়ীতে গিয়ে ঘটনা সম্পর্কে তার মাকে অবহিত করে। একইদিন সন্ধায় তার মা বাধী হয়ে ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে দায়েরর করে। ওই দিন সন্ধায় লিপি বেগমেকে আটক এবং পরের দিন পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপর দুই আসামীকে আটক করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ‘ধর্ষক শিমুল মিজিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।’
প্রতিবেদক: শিমুল হাছান, ১২ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur