বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা ছাত্রলীগের একাংশ। র্যালী, আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে ৪ জানুয়ারী মঙ্গলবার বিকেলে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
প্রথমে উপজেলা ছাত্রলীগনেতা আল আমিন আহমেদ’র নেতৃত্বে পৌরসভা কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালী বের হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা যুবলীগের কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় ছাত্রলীগ নেতা আল আমিন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন বলেন, ছাত্রলীগের বর্তমান কমিটি ছাত্রলীগকে নৌকার প্রতিদ্বন্ধী বানিয়েছে। নৌকা ঠেকাতে ছাত্রলীগ নেতাকে আনারস প্রতীকে প্রার্থী করেছে। নৌকার সরাসরি বিপরীতে অবস্থান করছেন ছাত্রলীগ নেতারা। এই কমিটি বিবাহিতদের কমিটি। এটি একটি মেয়াদোত্তীর্ণ কমিটি।
আজ ৫ জানুয়ারী নৌকার অনুসারী ছাত্রলীগের কর্মীরা নৌকার বিজয় নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে। আগামী কমিটিতে নৌকার জন্য নিবেদিত প্রাণ কর্মীরাই গুরুত্ব পাবে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা রিমন মেহেদী, ইমাম হাসান সৈকত, শরীফ হোসেন, রিয়াদ হোসেন, মাহবুব আলম বাবু, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারী কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সৈকত মিজি, কলেজ ছাত্রলীগ নেতা আতীফ রায়হান, ওমর ফারুক, পৌরসভা ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন রনি, ইমরান গাজী, হাসান হাজী, সিফাত হোসেন রানা, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবুল কাশেম, আরমান আহমেদ, কারীমুন ইব্রাহিম, সাহেদ আহমেদ, কনক আহমেদ প্রমুখ। সভা শেষে কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ।
প্রতিবেদক: শিমুল হাছান, ৪ জানুয়ারি ২০২২