ফরিদগঞ্জে ছাত্রদের বাজার মনিটরিং

‘সাধারন মানুষ মুক্তি পাক, সিন্ডিকেট নিপাত যাক’ এ শ্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জের গাজীপুর বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বাজার মনিটরিং ও যানজট নিরসনে কাজ করেন।

১২ আগস্ট সোমবার সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজারে উক্ত কার্যক্রম পরিচালনা করে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদের পক্ষ থেকে মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন মো. হাসিবুল হোসেন, মো. রাকিব হোসেন, মো. ফয়সাল আহমেদ, মো. মুহিবুর রহমান, মো. রিয়াদ হোসেন, মো. সাজ্জাদ হোসেন, মো. মাহবুবুর রহমান রিমন, মো. শান্ত হোসেন, মো. আব্দুর রহমান, মো. সৈকত হোসেন, ফারুক হোসেনসহ আরো অনেকে।

এ সময় তারা বাজারে যানযট নিরসনে ট্রাফিক ভূমিকা পালনের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে বাজার ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং পণ্য তালিকা সাঁটানোর জন্য অনুরোধ করেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ১২ আগস্ট ২০২৪

Share