Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ
ছাত্রদলের

ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

কক্সবাজারের ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রহিম উদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং গোপালগঞ্জে এনসিপির পথসভায় আওয়ামী লীগ কর্মীদের হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল।

বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে শেষ হয় এই কর্মসূচি।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব আবু ইউসুফ চৌধুরী সাওন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা ও সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু।

বক্তারা অভিযোগ করেন, জামায়াত ইসলামীর সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির নেতা রহিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করেছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, কিছুদিন ধরে জামায়াত ইসলামীর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জামায়াতের প্রতি আহ্বান—এই ধরণের আচরণ বন্ধ করে সঠিক পথে ফিরে আসুন।

এছাড়া গোপালগঞ্জে এনসিপির পথসভায় আওয়ামী লীগের হামলারও প্রতিবাদ করেন তারা। বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। তা না হলে আমরা রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলবো।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য মনির হোসেন রুবেল, ১৪নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিরাজ, ১০নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলে রাব্বী, ৪নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু, ৭নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম পাখি, ৮নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন, ২নং ইউনিয়ন ছাত্রদলের সোহেল খান, পৌর ছাত্রদল নেতা রায়হান রাহুল, নাঈম শেখ, প্রিন্স রায়হান, কিরণ, তামিম, সালমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৬ জুলাই ২০২৫