চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ছদ্ম বেশে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নির্দেশে এসআই আরিফুর রহমান সরকার ও এএসআই জুমায়েত হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলা কাটাখালী গুদাড়া ঘাটে অভিনব কায়দায় ছদ্ম বেশে ১’শ ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোঃ জসিম উদ্দিন (৩৫) ও মোঃ ইমাম হোসেন (২৪)কে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত মাদক কারবারি মোঃ জসিম উদ্দিন উপজেলার গজারিয়া এলাকার রুহুল আমিনের ছেলে এবং মোঃ ইমাম হোসেন একই এলাকার মোঃ মোস্তফা দেওয়ানের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছদ্ম বেশে ১’শ ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এ উপজেলাকে মাদক মুক্ত করতে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,২৬ এপ্রিল ২০২৫