কিনেছেন স্বর্ণ। অতঃপর আসামী হয়ে দুই ব্যবসায়ী শ্রী ঘরে। ফরিদগঞ্জে চোরাই স্বর্ণ কিনার অপরাধে দুই স্বর্ন ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ।
গ্রেফতারকৃত স্বর্ণ ব্যবসায়ীরা হলেন, ফরিদগঞ্জ বাজারের ভাই ভাই শিল্পালয়ের স্বত্তাধিকারী শ্যামল চন্দ্র দাস(৪২) এবং ফ্যাশন শিল্পালয়ের স্বত্তাধিকারী শ্রী রাম চন্দ্র দাস(৩৫)।
পুলিশ সূত্রে জানাযায়, গত ১৬ ডিসেম্বর উপজেলার উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের দত্রা এলাকার ডাইন ভূঁইয়া বাড়ির মিলন ভূঁইয়ার বসত ঘরে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিলন ভূঁইয়া।
এরপর, ফরিদগঞ্জ থানা পুলিশের এস.আই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ৬ জানুয়ারী শনিবার রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের দত্রা এলাকা থেকে তিন চোরকে আটক করেন। আটকের পর চোরদের ব্যাপক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সত্যতা স্বীকার করে। এসময় চুরি করা স্বর্ন, রুপা ফরিদগঞ্জ বাজারের ২ স্বর্ন ব্যবসায়ীর কাছে বিক্র করেন বলে জানায় তারা।
পরবর্তীতে চোরদের তথ্য মতে, দুই স্বর্নের দোকানিকে গ্রেফতার করে জিজ্ঞাসা করলে দোকানিরাও স্বর্ন ক্রয়ের কথা স্বীকার করেন এবং চোরাইকৃত স্বর্ন উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, ফরিদগঞ্জ বাজারের দুই স্বর্ণ ব্যবসায়ীকে চোরাইকৃত স্বর্ন কেনার অপরাধে নিয়মিত মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্যঃ ৬ জানুয়ারী শনিবার তিন চোরকে আটক করে পুলিশ। আটককৃত চোররা হলো, মো. মরুফ হোসেন মিজি(২২) গুপ্টি পূর্ব ইউনিয়নের দত্রা এলাকার মিজি বাড়ির মোঃ মোতাহার মিজি ছেলে ও মো. নাজমুল হাসান প্রঃ নাঈম হোসেন মিজি(১৯) এইক বাড়ির মোঃ ছেরাজুল হক মিজির ছেলে এবং মো. রাকিব হোসেন(২৬) একই এলাকার কবিরাজ বাড়ির মোঃ শাখাওয়াত হোসেনের ছেলে।
প্রতিবেদক: শিমুল হাছান, ৮ জানুয়ারি ২০২৩