চাঁদপুরের ফরিদগঞ্জে চুরি হওয়ার ১২ ঘন্টার মধ্যে চুরি হওয়া রূপা স্বর্ণসহ দুই চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নির্দেশনায় এসআই মোঃ মাহবুবুল ইসলাম পৌর এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তাদের তথ্যমতে ময়লার বাগাড় থেকে ২ ভোরি রূপা স্বর্ণ উদ্ধার করা হয়।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানায়, পৌর এলাকার চড়বড়ালি এলাকায় রাজা মিয়া পাটওয়ারী বাড়ির জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান (৩২)। তিন একই এলাকার মোখলেছ মাষ্টারের তিনতলা বিল্ডিং এন দ্বিতীয় তলার একটি ফ্লাটে বাঁড়া থাকেন। তিনি প্রতি দিনের ন্যায় পরিবার নিয়ে (২১ এপ্রিল) সোমবার রাতে ঘুমিয়ে পড়েন। ফজরের নামায আদায়ের জন্য ঘুম থেকে উঠে দেখেন বাসায় থাকা আলমিরার দরজা ও বারান্দার দরজা খোলা। আলমিরায় থাকা স্বর্ণ ও কিছু টাকা চোরের দল নিয়ে যায়। এরপর মাওলানা আব্দুর রহমান থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ সন্দেহজনক ২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা শিকার করে। এরপর তাদের দেখানো মতে চোরাই ২ ভরি রূপা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন পৌর এলাকার চর বড়ালী গ্রামের আঃ কাদিরের ছেলে ইকরাম (২৫) ও দক্ষিণ কাছিয়াড়া এলাকার মিজানুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (২২)।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম জানান, মামলা হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে আমরা চোরাই মালামাল উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ফরিদগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান,২৩ এপ্রিল ২০২৫