চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পুলিশের অভিযানে চোরাইকৃত চারটি মোটরসাইকেলসহ একজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশে এসআই নুরুল আলম সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় সক্রিয় মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মো. সুমন (৩৯)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চারটি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার টুটন ঘোষের ব্যবহৃত একটি টিভিএস ১১০ সিসি মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় দায়েরকৃত লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চাঁদপুর সদর এলাকায় অভিযান চালিয়ে মো. সুমনকে আটক করা হয়।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে Redion TVS 110cc, Pulsar 150cc, Zaara 100cc এবং Platina 100cc—মোট চারটি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সুমন (৩৯) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাগলা ফরাজী বাড়ির আলী হোসেনের ছেলে। সে বর্তমানে চাঁদপুর সদর উপজেলার ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্প এলাকায় বসবাস করছিলেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, একটি মোটরসাইকেল চুরির অভিযোগের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরকে শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চারটি চোরাইকৃত মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১০ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur