Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জে চিহ্নিত ৩ চোর আটক
চোর

ফরিদগঞ্জে চিহ্নিত ৩ চোর আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে চিহ্নিত ৩ চোরকে আটক করেছে পুলিশ। ৭ জানুয়ারি শনিবার রাতে। থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নানের নির্দেশে। ওসি (তদন্ত) প্রদীপ মন্ডলের সার্বিক তত্বাবধানে।

এস.আই মো. নুরুল ইসলাম ও ওবায়েদ উল্যাহ নয়ন, সঙ্গীয় ফোর্সসহ, উপজেলার (৫ নং) গুপ্টি পূর্ব ইউনিয়নের দত্রা এলাকায় অভিযান পরিচালনা করে, চিহ্নিত তিন চোরকে আটক করেন।

আটককৃতরা হলেন, মো. মরুফ হোসেন মিজি(২২) গুপ্টি পূর্ব ইউনিয়নের দত্রা এলাকার মিজি বাড়ির মোঃ মোতাহার মিজি ছেলে ও মো. নাজমুল হাসান প্রঃ নাঈম হোসেন মিজি(১৯) এইক বাড়ির মোঃ ছেরাজুল হক মিজির ছেলে এবং মো. রাকিব হোসেন(২৬) একই এলাকার কবিরাজ বাড়ির মোঃ শাখাওয়াত হোসেনের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, চিহ্নিত তিন চোরকে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা দায়ের করে আদালকে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ৭ জানুয়ারি ২০২৩