চাঁদপুরের ফরিদগঞ্জে এক যুবতিকে ফাঁদে ডেকে এনে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন আহমেদের নির্দেশে এসআই নুরুল আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রনাতলি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. সাইফুল ইসলাম (৩০)–কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম উপজেলার রনাতলি এলাকার হাছান আলী বেপারী বাড়ির ছেলামত বেপারীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত সাইফুল ইসলাম তার স্ত্রীকে দিয়ে ভুক্তভোগী নারীকে (ছদ্মনাম: রহিম বেগম, বয়স ২৮) ঘরে ডেকে নেন। ওই নারী ঘরে প্রবেশ করলে সাইফুল ইসলাম দরজা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী নারী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ভুক্তভোগী নারী ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন আহমেদ জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধর্ষণের চেষ্টা) মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
২২ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur