ফরিদগঞ্জে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে ৪০ দিনের কন্যা সন্তান রেখে সানিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সানিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন থানায় খবর দেয়। পরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেষ বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত সানিয়া আক্তার সকদিরামপুর গ্রামের প্রবাসী নাজমুল শেখের স্ত্রী। তার বাবার বাড়ি বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।

এদিকে, সানিয়ার মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। সানিয়ার পরিবারের লোকজনের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

এ ঘটনায় নিহতের মামা সাইফুল ইসলাম ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সানিয়া ও নাজমুল শেখের পারিবারিকভাবে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ৪০ দিনের কন্যাসন্তান রয়েছে।

অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই নাজমুল শেখ ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে সানিয়ার ওপর চাপ সৃষ্টি করতেন এবং একাধিকবার শারীরিকভাবে নির্যাতন চালান। ঘটনার আগের দিন রাতেও সানিয়াকে মারধর করা হয়। পরে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে সানিয়ার গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।

অন্যদিকে, নিহতের স্বামী নাজমুল শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার স্ত্রী কী কারণে আত্মহত্যা করেছে, আমি জানি না। সকালে নাস্তা করে ঘর থেকে বের হয়ে যাই। পরে জানতে পারি, সে গলায় ফাঁস দিয়েছে। আমাদের মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল না।”

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রতিবেদক: শিমুল হাছান,
২২ ডিসেম্বর ২০২৫