চাঁদপুরের ফরিদগঞ্জ পশ্চিম চাঁদপুর গ্রামের হেলেনা আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৬ এপ্রিল) ভোরে ফরিদগঞ্জ থানা পুলিশ হেলেনার শ্বশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হেলেনা পার্শ্ববর্তী চরবাগল গ্রামের জসিম উদ্দিন বাড়ির মেয়ে। আহাদ (৫) নামে তার একটি ছেলে রয়েছে।
হেলেনার বাবা জসিম উদ্দিন বলেন, উপজেলার পশ্চিম চাঁদপুর গ্রামের আখন্দ বাড়ির মতিন আখন্দের ছেলের আমির হোসেনের সঙ্গে ৬ বছর আগে হেলেনার বিয়ে হয়। বিয়ের সময় তাদের চাহিদামতো যৌতুক দিলেও পরবর্তীতে যৌতুকের দাবি করে আসছিলো। এ নিয়ে প্রায়ই কথাকাটাকাটি হতো। মঙ্গলবার দিবাগত রাতে তার জামাতা ও পরিবারের লোকজন মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর সবাই পালিয়ে যায়। রাতে ফরিদগঞ্জ থানায় সংবাদ দিলে পুলিশ ভোরে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বলেন, হেলেনার স্বামীর ঘরের বিছানায় তার মরদেহ পাওয়া যায়। তবে ওই ঘরের সব সদস্য পলাতক রয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ময়নাতদন্তের জন্য হেলেনার মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর মূল রহস্য উদঘাটন হবে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
[author image=” https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/sanaul.jpg” ]সানাউল হক, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট [/author]||আপডেট: ০৭:৩০ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০১৬, বুধবার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur