ফরিদগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূ মিম আক্তার(১৬) স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। আত্মহত্যার সংবাদ পেয়ে থানার এস.আই নুরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার বালুথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও এলাকার বেপারি বাড়িতে স্বামীর ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে গৃহবধূ মিম।

মিমের মা জেসমিন বেগম জানান, আমার মেয়েকে চার মাস পূর্বে মদনের গাঁও বেপারি বাড়ির আব্বাস বেপারি ছেলে অটোরিক্সা চালক আবু ছায়েদের সাথে বিয়ে দেই। ঠিক ঠাক মতোই চলছিলো তাদের সংসার। গত ১৮ দিন পূর্বে মেয়ে আমার বাড়িতে বেড়াতে যায়। এরপর আজ শুক্রবার সকাল ১১ টার সময় আমি নিজে মেয়েকে তার শ্বশুর বাড়িতে দিয়ে আশি। এরপর দুইবার মোবাইল ফোন কথা হয়। বিকেল ৫ টার সময় আমাকে ফোন করে জানায়, আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কি কারনে মিম আত্মহত্যা করেছে জানতে চাইলে তিনি জানান, আমার জানা নেই‌। তাদের তেমন কোন সমস্যা ছিল না।

আত্মহত্যাকারী মিমের স্বামী আবু ছায়েদের সাথে মোবাইল ফোন কথা হলে জানায়, গত ১৮ দিন মিম তার বাবার বাড়িতে বেড়িয়ে আজ সকালে আমার বাড়িতে আসে। আমি তখন গোসলে ছিলাম। গোসল থেকে এসে তাঁর সাথে কথা হয়। আমি তাকে ভাত খেতে বলি, সে বলেছে তার কাছে ভালো লাগেনা, ভাত খাবে না। এরপর আমি আমার অটোরিক্সা নিয়ে জুমায়ার নামাজ আদায় করতে যাই। কিছু আনবো কিনা জানতে চাইলে মিম বলেছে বাড়িতে আশার সময় তার জন্য কিছু নিয়ে আসতাম। বিকেলে বাড়ি থেকে ফোন করে জানায় মিম আত্মহত্যা করেছে।

মিম উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়ো গাঁও এলাকার গাজী বাড়ি সৌদি প্রবাসী টিটু গাজীর মেয়ে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, গৃহবধূর আত্মহত্যার সংবাদ শুনে ঘটনাস্থল থেকে শুক্রবার রাতে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

প্রতিবেদক: শিমুল হাছান,১০ জানুয়ারি ২০২৫

Share